আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা ড. হামিদুর রহমান আযাদ

মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে ড. হামিদুর রহমান আযাদের আপিল গ্রহণ করা হয় এবং তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য বলেন, আলহামদুলিল্লাহ, এ অর্জনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।
একই দিন রাতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় সিদ্ধান্ত। আমার হলফনামায় ঋণখেলাপি, ট্যাক্স ফাঁকি কিংবা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। এরপরও ২০১৩ সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইফতিয়াজ নুর নিশান/এআরবি