কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযান, ৫২১ টন ধান উধাও

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুতে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১১ জানুয়ারি) দিনভর জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় জেলা খাদ্যগুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল মজুত পায়নি দুদক।
দুদক সূত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতির বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও খাবার অনুপোযোগী চালও পাওয়া গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। দুদকের কর্মকর্তারা এখনো আছে, তদন্ত চলছে। তদন্ত করি, তারপর বলতে পারবো।
মমিনুল ইসলাম বাবু/আরএআর