নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র পার্থী মুশফিক, হতে চান মেয়র

সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান। রোববার (১১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনের সর্বস্থরের জনগণকে জানাতে চাই, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমার মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছি।
মুশফিক আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলাম। দলীয় গুন্ডা বাহিনীবেষ্টিত সেই নির্বাচনে চরম দুর্নীতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তথকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব-পরবর্তী সময় আমি উক্ত সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করি, যার প্রেক্ষিতে আদালত আমার পক্ষে রায় দেয় এবং স্বল্প সময়ের মধ্যে আমার শপথের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন।
আশা করি, নির্বাচন কমিশন আদালতের রায় বাস্তবায়ন করবে। তাই আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমার এই চলার পথে আমি জনগণের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি তার জন্য আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্থরের মানুষের প্রতি চির কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে মুশফিকের সঙ্গে তার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ আবু তালেব/এএমকে