জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বাংলাদেশ আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বাহিনী দেশের সর্ববৃহৎ বাহিনী। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও জটিল সময়ে আনসার বাহিনী দায়িত্ব পালন করে থাকে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত ৪১তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ২১তম মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি দেশের শহর থেকে গ্রাম প্রতিটি স্থানেই দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা, সরকারি সম্পদ রক্ষায় আনসার বাহিনী কাজ করে। এ বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ ও উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় কাজ করে। অতীতে দেশের যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সর্ববৃহৎ এ বাহিনীর কর্মকর্তারা নিরাপত্তা দিয়েছে। এছাড়াও পাহাড়ি অঞ্চল, সীমান্ত রক্ষা, সরকারি হাসপাতাল, বিমানবন্দর ট্যুরিস্ট জোনে এ বাহিনীর ব্যাপক নিরাপত্তা বেষ্টনী রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সঞ্জীবন প্রকল্প দেশের ১২ জেলার ১২ উপজেলায় চালু হয়েছে। বিভিন্ন দফতরের সাথে সমঝোতার মাধ্যমে এ বাহিনীর সদস্যদের যাতে দক্ষ জনশক্তিতে রূপান্তর হতে পারে ও দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির কার্যকর হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে লাল গালিচায় সুসজ্জিত জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ, অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মামুনুর রশিদসহ আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ।
আরএআর