ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য জিতু মিয়া (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মসজিদবাজার এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিতু মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় রমজান মেম্বারের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে জড়িত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষকে দাওয়াত দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জিতু মিয়া বাকবিতণ্ডা শুরু করেন, যা পরবর্তীতে দলবদ্ধ সংঘর্ষে রূপ নেয়। জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন এবং মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিয়ের দাওয়াত নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সংঘর্ষে রূপ নেয়। এতে সাবেক ইউপি সদস্য জিতু মিয়া নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।
মাজহারুল করিম অভি/আরএআর