ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সাতজন। তারা সবাই এ হামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপিতে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের নাম পরিচয় নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রাতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধি আইনে একটি মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফিসারি মোড় এলাকার সাগর আলী (৬১), একেএম রেজাউল করিম (৩৯), নাজিম উদ্দিন (৩৭), সুজন মিয়া (২৭), খলিলুর রহমান (৪০), জয়নাল উদ্দিন (৫২) এবং নাজিম উদ্দিন (৪২)।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে মো. রাসেল নামের স্থানীয় এক ব্যক্তির ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত কয়েকদিন আগে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। গতকাল (১৩ জানুয়ারি) ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল এলাকায় গিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা পুলিশের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নেয়।
আমান উল্লাহ আকন্দ/আরএআর