জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ারা বেগম দুলালি (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী সহকারী পরিচালনা বিল্পব কুমার গোম্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছেন। ঢাকার সাভারের জয়নাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— উপজেলার গাড়াগ্রাম জুম্মারপার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এরশাদ আলী (৪৫) ও তার ছেলে মো. সজিব মিয়া (২২)।
প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে দেলোয়ারা বেগম দুলালির দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গেল ৯ জানুয়ারি দুপুরে দুলালি বেগমকে গলা কেটে হত্যা করে উঠানে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ও র্যাবের সহায়তায় তদন্ত করে আসামিদের সনাক্ত করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএফ