পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহিন

দেশ ছেড়ে কাতার পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সভাপতি মো. শাহিন শেখ (৩৩)।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে দেশ ছেড়ে কাতার যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের সুলতান শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, কাতার যাবার প্রাক্কালে আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহিনকে। পরে তাকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে তারা।
পরবর্তীতে রাজবাড়ী জেলা পুলিশের টিম আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় বিমানবন্দর থানায় পৌঁছে তাকে হেফাজতে নেন। গ্রেপ্তারকৃত শাহিন শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে