ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু

পর্যটকদের ভোগান্তি কমাতে ও সময় সাশ্রয়ের লক্ষ্যে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে প্রবেশের জন্য ই-টিকিটিং সেবা চালু করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ষাটগম্বুজ মসজিদের প্রধান ফটকে এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
উদ্বোধন শেষে বিশেষ সহকারী বলেন, ই-টিকিটিং সেবা চালুর মাধ্যমে দর্শনার্থীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। এটি পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, ‘ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও বাগেরহাট নতুনভাবে পরিচিতি পাবে।’
ফয়েজ আহমদ তৈয়্যব বাগেরহাটের পর্যটন শিল্পের বিকাশে স্থাপত্যশৈলীর ওপর গুরুত্বারোপ করে বলেন, ষাটগম্বুজ মসজিদসহ প্রাচীন আমলের স্থাপনাগুলো যে স্থাপত্যশৈলীর, জেলার অন্যান্য স্থাপনাগুলোও সেই শৈলীতে নির্মাণ করা গেলে পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, বিশ্ব ঐতিহ্যের এই স্থাপনাগুলোকে আরও দর্শনার্থীবান্ধব করতে সরকার কাজ করছে। ই-টিকিটিং সেবার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান বাড়বে। এর ফলে প্রতিবছর দেশ-বিদেশের পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন ও বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. জাহেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ই-টিকিটিং সেবার মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনায় দর্শনার্থীদের প্রবেশ এখন থেকে আরও সহজ হবে।
শেখ আবু তালেব/বিআরইউ