রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনি সমাবেশকে ঘিরে সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রুমিন ফারহানার সমর্থকরা সমাবেশের আয়োজন করে। প্রোগ্রামের সদস্যরা কার আগে কে রুমিন ফারহানার কাছে যাবে, এই তর্কে জড়ায়। বিষয়টি নিয়ে সমাবেশস্থলেই বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ইট-পাথর ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। একপর্যায়ে রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। উক্ত সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বিক্ষুব্ধ দুই গ্রুপকে শান্ত করা হয়। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাজহারুল করিম অভি/এএমকে