পড়তে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল হাত-পা বাঁধা মরদেহ

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সুরাইয়া ফরিদপুরের উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সুরাইয়া গত ১৩ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন। এরপর আজ রোববার সকালে এলাকাবাসী জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিলের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকঞ্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর পরিবার থানায় জিডি করলে পুলিশ কাজ শুরু করে। আজ সকালে হাত-পা বাধা অবস্থায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।
রাকিব হাসনাত/আরকে