কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

কক্সবাজারের রামুতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খেদারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনায় প্রতিপক্ষ একই এলাকার ফরিদুল আলমের ছেলে ও খুনিয়াপালং ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু অতর্কিত হামলা চালিয়ে রেহেনাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জায়গায় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনায় এক নারী মারা গেছেন। ঘাতককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।
নিহত নারী রেহেনা বেগম ছাত্রদলের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানে একজন সংগঠক ছিলেন।
কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, আমার ছোটভাই, আমার সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ছোটনের মায়ের হত্যার বিচার দাবি করছি। এই হত্যাকাণ্ডে যারা নেপথ্যে জড়িত, যারা সরাসরি জড়িত সব খুনির শাস্তি চাই।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে