সাভারে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় যুবক ডিবি হেফাজতে

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাট নামে এক যুবককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তাৎক্ষণিকভাবে সম্রাটের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে আটককৃত সম্রাট সাভার থানার আশপাশ ও পৌর কমিটির সেন্টারের সামনে পাগল বেশে ঘুরে বেড়াতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিস্তারিত পরে জানানো হবে।
লোটন আচার্য্য/আরএআর