ভোটের রিকশা মানুষের দোরগোড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক ভোটের রিকশা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ডক্টর মো. মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটের রিকশা মানুষের দোরগোঁড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে। গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই সড়ক প্রচারের উদ্যোগ শহর ও উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোফাকখারুল ইকবাল আরও বলেন, ভোট কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করার হাতিয়ার। এজন্য দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
আটটি ভোটের রিকশা রংপুরের প্রতিটি উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি ও গণভোটে ‘হ্যাঁ’-তে ভোটাদানে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে