দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত এমপি ফিরোজ

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। তার ব্যক্তিগত সহকারি তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা দিয়েছিলেন এমপি আহমেদ ফিরোজ কবির। সোমবার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয় তার করোনা পজিটিভ ফল এসেছে। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে ঢাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, আমার দুই ডোজ টিকা নেওয়া আছে। এখনো কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি। সবার দোয়ায় ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
গত ৭ ফেব্রুয়ারি এমপি আহমেদ ফিরোজ কবির প্রথম ডোজ করোনার টিকা নিয়ে তার নির্বাচনী এলাকায় (সুজানগর ও আমিনপুর) টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ৩১ মার্চ তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এদিকে দ্বিতীয়বারের মতো এমপি আহমেদ ফিরোজ কবিরের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।
পাবনা সিভিল সার্জনের কার্যালয়ের পরিসংখ্যানে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় (রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত) ৬৯০ জনের নমুনা পরীক্ষায় করে ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত সাতদিনে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। জুন মাসের ২৮ দিনেই আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৬ জন। পাবনা সদর হাসপাতালে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪৪ জন।
রাকিব হাসনাত/আরএআর