নাটোরে চূড়ান্ত প্রার্থী ২৫ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটোরে ৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নাটোরের ৪টি সংসদীয় আসনে এখন চূড়ান্তভাবে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) নাটোরে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে ১১ জানুয়ারি আরও একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় জেলার চারটি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
মঙ্গলবার দিনব্যাপী নাটোরের জেলা প্রশাসক ও সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিনের কার্যালয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
কার্যালয় সূত্রে আরও জানা যায়, জোটগত আসন সমঝোতার অংশ হিসেবে নাটোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইদুর রহমান দুপুরে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। একই কারণে জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী টিংকু সরকারও নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এদিকে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করে অপর স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষে কাজ করার ঘোষণা দেন। একই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান খেলাফত মজলিসের প্রার্থী ড. আজাবুল হক এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী এ এস এম মোকাররেবুর রহমান নাসিম।
এর আগে, গত ১১ জানুয়ারি নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি।
প্রার্থিতা প্রত্যাহার শেষে নাটোর-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে লড়বেন ৯ জন, নাটোর-২ আসনে ৬ জন, নাটোর-৩ আসনে ৫ জন এবং নাটোর-৪ আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ৫ জন প্রার্থী।
উল্লেখ্য, মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষে আজ (বুধবার) প্রতীক বরাদ্দের মাধ্যমে নাটোরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত রূপ পাচ্ছে। প্রতীক বরাদ্দের পরই শুরু হবে জেলা ব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণা।
আশিকুর রহমান/আরকে