‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর শাহজালালের মাজার এলাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সফরে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। সেখানে গেলে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ১৬ মিনিটে তারেক রহমান মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান ও করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় মাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারেক রহমানকে সামনে পেয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, আবার অনেকে স্লোগানে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, সিলেট সফরের অংশ হিসেবে মাজার জিয়ারত শেষে তারেক রহমান স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।
মাসুদ আহমদ রনি/আরএআর