নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানাকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে গত বছরের সোমবার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের সদস্য পদ দেওয়া হয়। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
লেলিন আহমেদ/আরকে