আমির হামজার বিরুদ্ধে এবার মাগুরায় মামলা

মাহফিলের মঞ্চে আরাফাত রহমান কোকোর নামে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজার বিরুদ্ধে এবার মাগুরার আদালতে মানহানির মামলা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। তিনি মাগুরা শহরের ভায়না চোপদারপাড়া এলাকার বাসিন্দা এবং সামছুদ্দিন আহমেদের ছেলে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির হামজা। নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত একটি মাহফিলে তিনি প্রকাশ্যে জনসম্মুখে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন।
অভিযোগে আরও বলা হয়, ওই কটূক্তিমূলক বক্তব্যের ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হয়। এতে মৃত আরাফাত রহমান কোকোর সম্মান ক্ষুণ্ন হয়। একইসঙ্গে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কাজী আনম সিরাজুদ্দিন মিহির বলেন, মাগুরা সদর উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি নথিভুক্তির জন্য আবেদন করা হয়েছে।
মামলার বাদী শরিফুল ইসলাম বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াপ্রেমী ও সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য শুধু তার পরিবার নয়, তার অনুসারী ও শুভানুধ্যায়ীদেরও গভীরভাবে আহত করেছে। ন্যায়বিচারের আশায় আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
এদিকে দেশের বিভিন্ন আদালতে দায়ের হওয়া এসব মামলা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী।
তাছিন জামান/এএমকে