ক্ষমতায় গেলে বার্মায় শান্তি ফেরাতে পারবো : শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ আসনে (উখিয়া ও টেকনাফ) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, বার্মায় চলমান গৃহযুদ্ধে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, সেটা আমরাই তৈরি করতে পারবো। তখন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপিই একমাত্র দল যারা সরকারে গেলে বার্মায় শান্তি ফেরাতে পারবো, অতীতে সে প্রমাণ রেখেছি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কক্সবাজারের টেকনাফে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, নিজ দেশে মাদকের আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্র অনেক দূরের দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে যা আপনারা দেখেছেন। আমরা বার্মায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করবো, যদি তাতে ব্যর্থ হই দেশের স্বার্থে যা প্রয়োজন তাই করবো। এক্ষেত্রে জনগণের সমর্থনের বিকল্প নেই।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, টেকনাফ একসময় পর্যটকে মুখরিত ছিল, এখানকার ব্যবসা-বাণিজ্য সব পর্যটক নির্ভর ছিল। কিন্তু দুঃখের বিষয়, দিনে দিনে তা হ্রাস পেয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চাই।
সভায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ উখিয়া ও টেকনাফ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রসঙ্গত, চারদলীয় ঐক্য জোট সরকারের আমলে (২০০১-২০০৬) শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের হুইপ ছিলেন। মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুসহ নানা কারণে কক্সবাজার-৪ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে