আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. আকবর আলীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দ স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের অন্তত তিন সপ্তাহ আগে গত ২০ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসমাবেশ আয়োজন করা হয়। ওই সমাবেশে প্রার্থীর সহধর্মিণীর উপস্থিতিতে বিশাল প্যান্ডেল স্থাপন করে মাইক ব্যবহার করে নির্বাচনি স্লোগান দেওয়া হয়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগসহ ভিডিও ফুটেজ সংযুক্ত করে বিষয়টি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে অবহিত করেন।
ভিডিও পর্যালোচনায় দেখা যায়, প্রার্থীর সমর্থকরা মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান।
এই প্রেক্ষিতে কেন প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না, তা জানাতে আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টায় উল্লাপাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী এম. আকবর আলীকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফকে একাধিকবার ফোন করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। পাশাপাশি ক্ষুদে বার্তা পাঠালেও কিছু জানাননি।
মো. নাজমুল হাসান/এএমকে