ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, শনাক্ত ১১৬

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে ২ এবং করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২১৭ জন। একই সময়ে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬২১ জনের।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান।
করোনা শনাক্ত হয়ে মারা গেছেন জেলার মধুখালী উপজেলার বাগাট গ্রামের সাহেরা বেগম (৪৫) এবং ফরিদপুর সদরের তিনমদির ডাঙ্গী গ্রামের হাজেরা বেগম (৭০)।
করোনা উপসর্গে মৃত্যু হওয়া সাতজনের মধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাবুরপুর গ্রামের অঞ্জলি দাস (৬৫), বোয়ালমারীর ইসলামপুরের তাসলিমা বেগম (৩০) এবং একই উপজেলার ধোপাপাড়া গ্রামের ফেরদৌসী বেগম (৫২), ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের আরিফ বাজার এলাকার মোতালেব মিয়া (৭৫)। বাকি তিনজন রাজবাড়ী সদর থানার বাসিন্দা।
ফরিদপুরে নতুন করে যে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ভাঙ্গায় ১, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৩, মধুখালীতে ৯, সদরপুরে ৬, চরভদ্রাসনে ১, ফরিদপুর সদরে ৯১ এবং সালথায় ১ জন।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২১৭ জন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১৪৮ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন।
জহির হোসেন/এনএ