শহীদের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনে কক্সবাজারের চকরিয়ার শহীদ জাকির হোসেনের মেয়ে ও চকরিয়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহাইলা জান্নাত রিসতার বিয়েতে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষে উপহার তুলে দেন।
বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জানান, রিসতার বাবা বিএনপির গণআন্দোলনের অগ্রভাগে থেকে প্রাণ হারিয়েছেন। পিতৃহারা কন্যাকে তারেক রহমান মনে রেখেছেন, তিনি নবদম্পতির অনাগত আগামীর সাফল্য কামনায় আশীর্বাদ করেছেন।
এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না,‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য শাকিল আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ইফতিয়াজ নুর নিশান/আরএআর