জালেম ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার ডাক হান্নান মাসউদের

জুলুমকারীদের ছাড়া সবাইকে জোটে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দশ দলীয় জোটের চুড়ান্ত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বুড়িরচর বাজার এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসইদ বলেন, কে এনসিপি করছে সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে কে জুলুম করেছে সেটা। আমরা জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে। সুতরাং জালেম ছাড়া, যারা সাধারণ মানুষের ওপর জুলুম করেছে তারা ছাড়া সাধারণ মানুষ আগে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামায়াত করুক যাই করুক না কেন ১০ দলের জোটে আহ্বান রইল সবার প্রতি। আসুন অতীত ভুলে গিয়ে আমরা সবাই মিলে একটা সুন্দর হাতিয়া গড়ে তুলি।
তিনি আরও বলেন, বুড়িরচরের মানুষকে বলব আপনারা আমার পরম আত্মীয়। আপনারা সবাই আমার কাছে নিরাপদ। আবারও বলছি সন্ত্রাস ছাড়া, চাঁদাবাজ ছাড়া, যারা হুমকি ধমকি দেয় তারা ছাড়া, সব সাধারণ জনতা, সব ভোটার, সব নাগরিক আমার কাছে নিরাপদ। আপনাদের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের সবার নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু সন্ত্রাসী কার্যক্রম করলে কঠোর হস্তে প্রতিহত করব ইনশাআল্লাহ।
হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না করে হান্নান মাসউদ বলেন, হুমকি ধমকি জনস্রোতে ভেসে চলে যাবে। যারা হুমকি ধমকি দিয়েছেন বা সামনেও দিবেন আশা করছি সামনের দিনে প্রতিটি হুমকিকে রেকর্ড করা হবে। আপনারা ভালো ত আমরাও ভালো। কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করি। সুতরাং আপনারা হুমকি দিয়েন না প্রচার প্রচারণা করেন। মানুষের দ্বারে দ্বারে যান। মানুষকে বুঝান কেন আপনারা আমাদের চাইতে ভালো। যদি মানুষ মনে করে আপনারা আমাদের চাইতে ভালো অবশ্যই আপনাদের পেছনে মানুষ স্লোগান দেবে।
তিনি বলেন, আমরা হাতিয়াকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছি। তবে বুড়িরচরের সন্তান হিসেবে বুড়িরচরের জন্য আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আমি মনে করি বুড়িরচরের ৪৮ হাজার ভোটের মধ্যে বুড়িরচরবাসী শতভাগ ভোট আমাকেই উপহার দেবে ইনশাআল্লাহ। মা বোনরা উদগ্রীব হয়ে বসে আছে, এই বুড়িরচর থেকে আমরা বিজয়ের মালা পরব ইনশাআল্লাহ।
পথসভায় শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম, এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরকে