বগুড়ায় জামায়াতের নির্বাচনী জনসভা, কানায় কানায় পূর্ণ মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা চলছে। শনিবার (২৪ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
শহর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমানের। দুপুর সাড়ে ১২টায় তার জনসভায় উপস্থিত হওয়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাননি।
তবে জনসভায় বগুড়া জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে বগুড়ার ৭টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরাও মঞ্চে অবস্থান করছেন।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সভাস্থলে আসতে শুরু করেন। বেলা ১১টার মধ্যেই আলতাফুন্নেছা খেলার মাঠ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জনসভায় দলটির নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। বক্তৃতায় তারা আসন্ন নির্বাচনে জয়ী হলে দেশ ও জনগণের কল্যাণে কী ধরনের কর্মসূচি গ্রহণ করবেন, তা তুলে ধরছেন।
আব্দুল মোমিন/আরকে