নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমকর্মীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে গণমাধ্যমকর্মীগণ ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেনি।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সর্মথন থাকলেও পেশাগতভাবে সাংবাদিকতায় রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়। আমরা দেখেছি, সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের কারণে পেশাগত সংগঠনগুলোতে বিভক্তি। কোথাও ঐক্য নেই, একই নামে একাধিক সংগঠন রয়েছে।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম কর্মশালায় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনি নীতিমালা ২০২৫, সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (সংশোধিত ২০০২), বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট্র আইন, ২০১৪, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় রিসোর্স পার্সনের বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বলেন, সাংবাদিকতা পেশা দেশের সম্মানিত পেশার মধ্যে অন্যতম। এজন্য এই পেশায় নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
আসন্ন নির্বাচনে সাংবাদিকগণের করণীয় বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দিনকালের রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক, সমকালের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, করতোয়ার রংপুর প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, পরিবেশের বার্তা সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক, বাংলাভিশনের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদ, এটিএন নিউজের রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৫২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে