দলীয় শৃঙ্খলা রক্ষায় আপসহীন বিএনপি, ফরিদপুরে ৩ নেতা বহিষ্কার

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ. কে. এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
জেলা বিএনপির একটি পত্রে ওই তিন নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। পত্রে বলা হয়, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত আজ ২৫ জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ. কে. এম কিবরিয়া স্বপন বলেন, দলের শৃঙ্খলা রক্ষায় আমরা আপসহীন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জহির হোসেন/এএমকে