খুলনা বিভাগের খবরাখবর

করোনা আক্রান্ত হয়ে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিরের সেজ ভাই নৌ কমান্ডো যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকা (৭৫) মারা গেছেন। সোমবার বেলা ১১টায় খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন।
যশোর প্রতিনিধি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সুক্ষ্ম জীবাণু প্রতিরোধী ৩০০টি উন্নত মানের কেএন-৯৫ মাস্ক প্রদান করেছে যশোরের ‘মৈত্রী মানবিক সহায়ক কমিটি’। সোমবার (২৮ জুন) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের হাতে এ মাস্ক তুলে দেন মৈত্রী মানবিক সহায়ক কমিটির নেতারা।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে কুষ্টিয়া জেলায় চলমান লকডাউন আগামী ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধু ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার ছাড়া সব ধরনের দোকান, শপিং মল বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ ছাড়া জেলার মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন করেছেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা ও সুরক্ষিত স্বাস্থ্যব্যবস্থার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। সোমবার (২৭ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবিরের কাছে এই স্মারকলিপি দেন জেলা বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব শেখ মোজাফফর রহমান আলমসহ নেতারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুর গ্রাম থেকে এক নারীসহ চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ জুন) এ তথ্য জানান ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইল পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ২৩ কোটি ৫৭ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র আঞ্জুমান আরা।
মোহাম্মদ মিলন/এনএ