২৭ জানুয়ারি সাতক্ষীরায় যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সাতক্ষীরা সফর করবেন। এ উপলক্ষে ওই দিন দুপুর ১২টায় শহরের আমতলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে একটি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।
রোববার (২৫ জানুয়ারি) সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
তিনি বলেন, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। জনসভা সফল করতে দলের নেতাকর্মী, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াত আমিরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে তারা আশা করছেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইব্রাহিম খলিল/এএমকে