৫ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদানের তথ্য ‘অসত্য’ দাবি বিএনপির

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন— এমন দাবি করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। তবে এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে হাতিয়া উপজেলা বিএনপি।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার এনসিপির উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী— এমন দাবি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ১৭ জন সাবেক নেতার নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
এনসিপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে নাম বলা হয়—পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, যুবদল নেতা মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন।
এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়— এমন সব দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। আজ ১৭ জন সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত মডেল হাতিয়া গড়ে তুলতে চাই।
অন্যদিকে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি প্রত্যাখ্যান করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসউদুর রহমান বাবর।
তিনি বলেন, বিএনপির কোনো পদধারী বা সক্রিয় নেতাকর্মী এনসিপিতে যোগদান করেননি। যাদের বিএনপির নেতাকর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা বর্তমানে দলের সঙ্গে সম্পৃক্ত নন। বাস্তবে ১০–১২ জনের উপস্থিতিকে অতিরঞ্জিত করে ৫০০ জন হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এনসিপির পক্ষ থেকে নব্বই শতাংশ ভোট পাওয়ার যে দাবি করা হয়েছে, তা প্রশ্নবিদ্ধ এবং এ ধরনের বক্তব্য কেন্দ্র দখল ও সন্ত্রাসী কার্যক্রমের ইঙ্গিত বহন করে। হাতিয়ার সাধারণ মানুষ এসব অপচেষ্টা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রব, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান ও সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু ও সদস্য সচিব মো. ফরহাদ মাহমুদ, দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরএআর