নানা নাটকীয়তার পর কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের

নানা নাটকীয়তার পর কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া।
রোববার (২৫ জানুয়ারি) হাইকোর্ট মোবাশ্বের আলম ভূইয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিক মনোনয়ন দেয় বিএনপি। কুমিল্লা ১০ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া মনোনয়ন পান বিএনপির। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোবাশ্বের আলম ভূইয়া। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন মোবাশ্বের। গত ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা বিএনপির মনোনীত গফুর ভূইয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী উল্লেখ করে হলফনামা জমা দেওয়া এবং দলের মনোনয়নের চিঠি হলফনামার সঙ্গে না জমা দেওয়ায় মোবাশ্বের আলম ভূইয়ার মনোনয়নটি বাতিল করা হয়।
মনোনয়নপ্রাপ্ত গফুর ভূইয়ার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। দ্বৈত নাগরিকত্বের কথা হলফনামায় গোপন করার অভিযোগে আপিলটি করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি এ নিয়ে শুনানির পর আবদুল গফুর ভূইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন গফুর ভূইয়া।
গত ২২ জানুয়ারি গফুর ভূইয়ার করা রিট সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। যদিও তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এরই মধ্যে গফুর ভূইয়া যখন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন, সেসময় বিএনপির মনোনীত প্রার্থীর নাম পরিবর্তন করে নতুন প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূইয়ার নাম ঘোষণা করে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
অপরদিকে, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন মোবাশ্বের আলম ভূইয়া। আপিলে বিএনপির মনোনয়নের চিঠি সংযুক্ত করায় তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন আদালত।
রোববার (২৫ জানুয়ারি) রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় জনসভা করেছেন। ওই জনসভায় কুমিল্লা ও চাঁদপুরের ১৪ জন বিএনপির প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোবাশ্বের আলম ভূইয়াও ছিলেন। সমাবেশে মোবাশ্বের আলম ভূইয়াকে কুমিল্লা-১০ আসনে বিএনপির নতুন প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এ বিষয়ে মোবাশ্বের আলম ভূইয়া বলেন, আল্লাহর অশেষ রহমতে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আল্লাহ পাক চাইলে বন্ধ তালা চাবি ছাড়াও খুলতে পারেন। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরব।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। হাইকমান্ডের সিদ্ধান্ত সবাইকে পালন করতে হবে।
আরিফ আজগর/এসএম