ময়মনসিংহের জনসভায় ৭০টি মাইকে প্রচার হবে তারেক রহমানের ভাষণ

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আগামীকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চের ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। পাশাপাশি মঞ্চ থেকে ২টি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও ২টি এলইডি স্ক্রিনে দেখানো হবে তারেক রহমানের ভাষণ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন শেষে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।
তিনি বলেন, তারেক রহমানের জনসভার জন্য তৈরি করা হচ্ছে ৬৪ ফিট বাই ৪৪ ফিটের মঞ্চ। এই মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। এতে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেট। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে ঠাঁয় পাবেন মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়া, জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সি.সি ক্যামেরা। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
এদিন বিকেলে সরেজমিনে মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে গিয়ে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন মঞ্চের নির্মাণ শ্রমিকরা। পাশাপাশি চলছে বিদ্যুৎ সংযোগসহ মঞ্চের চারপাশে বেরিকেট তৈরির কাজও।
এ সময় মঞ্চ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ নগরীর পরব ডেকোরেটরের মালিক শ্রী কমল কুমার কর ঢাকা পোস্টকে বলেন, মোট ৪০ জন শ্রমিক রোববার সন্ধ্যা থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নির্মাণকাজ অনেকটা শেষ পর্যায়ে। এখন শুধু বাকি মঞ্চ সাজসজ্জার কাজ। তবে আজ রাতের মধ্যেই মঞ্চের পুনর্নির্মাণ শেষ হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও ময়মনসিংহ-৪ সদর আসনের দল মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দীর্ঘদিন পর নেতা আমাদের মাঝে আসছেন, এটা আমাদের জন্য গৌরবের। এতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে আমাদের পূর্বঅভিজ্ঞতার আলোকে পুরোদমে কাজ করছি।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে