৩০ জানুয়ারি নোয়াখালীতে আসছেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার বলেন, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমান নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং বিভিন্ন জনসভায় বক্তব্য দেবেন।
তিনি জানান, ৩০ জানুয়ারি সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে। ওই জনসভায় আমিরে জামায়াত বেলা ১১টা বা সাড়ে ১১টার দিকে বক্তব্য দেবেন। নোয়াখালীর জনসভা শেষে তিনি বিকেল ৩টায় লক্ষ্মীপুরে এবং পরবর্তীতে কুমিল্লার লাকসামে জনসভায় অংশ নেবেন। এছাড়া ৩১ জানুয়ারি চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ইসহাক খন্দকার আশাবাদ ব্যক্ত করে বলেন, নোয়াখালীর জিলা স্কুল মাঠের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তিনি সর্বস্তরের জনগণকে উক্ত জনসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নোয়াখালী শহর শাখার আমির মাওলানা মো. ইউসুফ, শহর শাখার সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হাসিব আল আমিন/আরএআর