বগুড়া-২ আসনে সহিংসতা ও অনিয়মের অভিযোগ মান্নার

বগুড়া-২ আসনে নির্বাচনী সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং ওই আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, শুরু থেকেই তাকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হয়েছে। তার মালিকানাধীন একটি টেক্সটাইল মিলের ব্যাংক ঋণকে কেন্দ্র করে তাকে ঋণখেলাপি হিসেবে প্রচার চালানো হয়, যার উদ্দেশ্য ছিল তার প্রার্থিতা বাতিল করা।
তিনি জানান, ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধ ও পুনঃতফসিল (রি-শিডিউল) করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভার আগেই স্থানীয় পর্যায় থেকে চাপ সৃষ্টি করে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছেন এবং বর্তমানে তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর এলাকায় মামলা বাণিজ্য নামে একটি নতুন অপতৎপরতা শুরু হয়েছে। নিরীহ মানুষের নামে মামলা দিয়ে পরবর্তীতে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। তার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের পর তাদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মান্না বলেন, প্রভাবশালী মহলের চাপে অনেক ক্ষেত্রে থানা ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। কোথাও কোথাও মামলা গ্রহণেও গড়িমসি করা হচ্ছে।
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, কোনো দল বা ব্যক্তির অনুগত না হয়ে রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা প্রশাসনের কর্তব্য। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মান্না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্নার ছোট ভাই মুশফিকুর রহমান আন্না, জেলা নাগরিক ঐক্যের সদস্য মশিউর রহমান পিয়াল, নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা সমন্বয়ক এনামুল হক সরকার এবং রাজিয়া সুলতানা ইভা।
সংবাদ সম্মেলনের শেষাংশে মাহমুদুর রহমান মান্না অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।
আব্দুল মোমিন/আরএআর