চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটির পরিবর্তে শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান না নেওয়ায় কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে এই নির্বাচনকে ঘিরে গত শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।
আনোয়ারুল হক/আরকে