শেরপুরে বিজিবি মোতায়েন

শেরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বিজিবির একাধিক প্লাটুন দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, শ্রীবরদী উপজেলায় ৪ প্লাটুন এবং ঝিনাইগাতী উপজেলায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা টহল কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করেছে।
এ বিষয়ে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রিপোর্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শ্রীবরদীতে ৪ প্লাটুন এবং ঝিনাইগাতীতে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
নাইমুর রহমান তালুকদার/আরএআর