মানিকগঞ্জে কমেছে করোনা শনাক্তের হার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জসহ সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। চলমান লকডাউনেও রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তবে রোগীর সংখ্যা বাড়লেও কমেছে সংক্রমণ হার।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত জেলায় ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ আছে ৪৩ জনের। এক সপ্তাহে করোনা আক্রান্তের হার ছিল ১০ দশমিক ১৬ ভাগ।
এদিকে ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা করা হয় ৬৬৩ জনের। এতে করোনা শনাক্ত হয় ৯৪ জন। আর এই সাত দিনে করোনা সংক্রমণের হার ৭ দশমিক ৫ ভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা জানান, ২৬ ও ২৭ জুন জেলায় ২৫২ নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন।
আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৫ জন, সাটুরিয়ায় চারজন, দৌলতদপুরে তিনজন, ঘিওরে দুইজন, শিবালয়ে ছয়জন, হরিরামপুরে দুইজন এবং সিংগাইরে আটজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৩১ জন আর সুস্থ হয়েছেন দুই হাজার ৩২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। জেলায় সংক্রমণের হার কম থাকলেও রোগীর সংখ্যা বাড়ছে।
সোহেল হোসেন/এমএমআর