এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও সদর উপজেলা, শহর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
দলীয় প্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই ধানের শীষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে।
বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান নিশ্চিত করা এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।
পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে পারেন তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী, এরপর তিনি সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলের আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
আব্দুল মোমিন/আরকে