জন্মনিবন্ধন না থাকায় বঞ্চিত পথশিশুরা : সমাজসেবা সচিব

বাংলাদেশে পথশিশুদের কোনো সরকারি ডাটাবেজ নেই বলে জানিয়েছেন সমাজসেবা সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। পরিচয় ও জন্মনিবন্ধন না থাকায় এসব শিশু রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী কলেজ মিলনায়তনে আয়োজিত এক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজসেবা সচিব বলেন, পথশিশুদের নাম নেই, পরিচয় নেই, এমনকি জন্মনিবন্ধনও নেই। ফলে তারা শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তাসহ রাষ্ট্রীয় বহু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পথশিশুদের নাম ও পরিচয় নির্ধারণ করে জন্মনিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বয়স নির্ধারণের ক্ষেত্রে চিকিৎসকদের মাধ্যমে যাচাই করা হবে। একজন মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার পরিচয় থাকা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সমাজসেবা সচিব আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পথশিশুরা শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা থেকে নির্বাচিত অষ্টম শ্রেণির ১৩৪ জন শিক্ষার্থীর হাতে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন সমাজসেবা সচিব মোহাম্মদ আবু ইউছুফ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
হাসিব আল আমিন/আরকে