শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, বিএনপি জোটের প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় এক প্রার্থীর প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা- ২০২৫ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) নির্বাচনী প্রচারণা চালান বলে জানান ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানের সময় অনুষ্ঠানের আয়োজক ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির পর আচরণবিধিমালার ২৭(ক) ধারায় প্রার্থীর উপস্থিত প্রতিনিধির বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের বিষয়ে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
মেহেদী হাসান সৈকত/আরএআর