৩০ জুন রংপুর বিভাগের খবরাখবর

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার (৩০ জুন) বিকেলে ১৮৮ নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রংপুরের ৪৬ জন, গাইবান্ধার ৭ জন, কুড়িগ্রামের ৭ ও লালমনিরহাট জেলার ৫ জন রয়েছেন। এখন রংপুর জেলায় শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯৯৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১১৪ জনের।
এদিকে রংপুরে নির্মাণাধীন একটি ৮ তলা ভবন থেকে পড়ে হরিদাস চন্দ্র (৩২) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তি রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের পকিফান্দা বালাবাজার গ্রামের ভবেশ চন্দ্র দাসের ছেলে। দুপুরে নগরের সাতগাড়া খলিফাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় পঞ্চগড় জেলা বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট জেলা বালিকা দল। দিনের অপর খেলায় রংপুর জেলা বালক দল ১-০ গোলে গাইবান্ধা জেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব মিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়া কাউনিয়া উপজেলার গদাই ও নিজপাড়া গ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে মতবিনিময় সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন সভাপতিত্ব করেন।
লালমনিরহাট প্রতিনিধি জানান, দুই দিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা ও ধরলা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলে নদীতীরবর্তী মানুষ রয়েছে ভাঙন ও বন্যা আতঙ্কে। বুধবার (৩০ জুন) বিকেলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ ছিল ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ফুলবাড়ী উপজেলায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বড়ভিটা ইউনিয়নের বড়লইগ্রাম পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্যসহায়তাসহ নগদ অর্থ ও টেউটিন প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস। বুধবার (৩০ জুন) বিকেলে পরিদর্শনকালে উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৩৬৯ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে পৌর মেয়র পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা এ বাজেট উপস্থাপন করেন। এ সময় সুশীলসমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে সরকারঘোষিত লকডাউনে সারাদেশে আম পৌঁছাতে সরকারি সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন চাষি ও ব্যবসায়ী। সমাবেশ থেকে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-সিলেটসহ দেশের সব জায়গায় ন্যায্যমূল্যে আম পৌঁছানো, বিক্রয় ও বাজারজাতকরণে প্রশাসনিক সহযোগিতার দাবি জানানো হয়। দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আমবাগান সমিতির ব্যানারে মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, করোনার বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নীলফামারী জেলা পরিষদ। বুধবার (৩০ জুন) দুপুরে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
এদিকে ডোমার উপজেলায় গরু বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন ফনিরাম বর্মণ ও তার স্ত্রী বিরো বালা। বিকেলে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাকডোকরা নন্দিগ্রামে এই ঘটনা ঘটে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, আটোয়ারী উপজেলার গবাদিপশু পালনকারী ৫০ দুস্থ পরিবারকে গো-খাদ্যের জন্য চাল, ভুট্টা, খৈল ও চিড়া-গুড় দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে পরিষদ চত্বরে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান।
উপজেলা প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর) জানান, সংসদ সদস্য শিবলী সাদিক তার নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ) আসনে করোনায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। চারটি উপজেলাতেই ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হওয়ায় তিনি প্রত্যেক পরিবারকে নমুনা পরীক্ষা করানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মঙ্গলবার (২৯ জুন) নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে শিবলী সাদিক এ ঘোষণা দেন।
এদিকে বিরামপুর পৌরসভায় নতুন করারোপ ছাড়াই ২০২১-২২ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৮ টাকার
প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী এ বাজেট উপস্থাপন করেন।
অপরদিকে ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৩১৬ নমুনা পরীক্ষা করে আরও ১৩৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪৬৮ জনে পৌঁছেছে। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া কাহারোলে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। বুধবার (৩০ জুন) দুপুরে দিবসটি উপলক্ষে কান্তনগরের তেভাগা চত্বরে সিদু-কানুর ভাস্কর্যে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর