৩০ জুন চট্টগ্রাম বিভাগের খবরাখবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউট এলাকার অটোরিকশাচালক মো. আসিফ (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আসিফের অটোরিকশা ছিনতাইয়ের জন্য সোহেল মিয়া (৩৪) ও ইয়াছিন আরাফত (৪২) নামে দুইজন মিলে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করে বলে বুধবার দুপুরে সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে পিবিআই।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পাড় বাঁধার সময় মাটিচাপায় শফিকুর রহমান (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিক ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে সীমিত লকডাউনে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে দুই শতাধিক অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় বুধবার দুপুরে শহরের স্টেডিয়াম রোড এলাকায় অটোরিকশাচালকরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, নতুন করারোপছাড়াই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৮৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার সচিব আবদুল কাদেরের সঞ্চালনায় বাজেট ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র আইনুল কবির মনির, মেহেদী হাসান শিশির পাঠান ও নাজমা আরা মনির প্রমুখ।
নোয়াখালী প্রতিনিধি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি সভাপতি এসএম আসিফ আরাফাত ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আশরাফক। বুধবার বিকেল ৫টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
কক্সবাজার প্রতিনিধি জানান, ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শহরজুড়ে মাইকিং করছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (৩০ জুন) সকাল থেকে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে পর্যটন শহরে। এর ফলে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে বসবাসরতদের সরে আসতে মাইকিং করা হচ্ছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
আজিজুল সঞ্চয়/এমএসআর