বরিশাল বিভাগের ৩০ জুনের খবরাখবর

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৬০০ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৭ জন। একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকের কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ এবং পটুয়াখালী ও বরগুনায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩০৫ জনে দাঁড়িয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
এদিকে বরিশালের এক ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় ঝালকাঠির নলছিটির শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামে ভিজিডি কার্ডের তালিকায় নাম ওঠাতে গিয়ে চেয়ারম্যান শাহজাহান তালুকদারের ভাতিজা সোহেল তালুকদারের ধর্ষণের শিকার গৃহবধূ থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, রোববার (২৭ জুন) ওই নারী সোহেলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।
গৃহবধূকে দেখে বাড়ি ছেড়ে আত্মগোপনে যান সোহেল। এদিকে সোহেলের স্বজনরা ওই নারীকে মারধর করে তার ভাইয়ের জিম্মায় ফেরত দেন। বোনকে জিম্মায় আনলেও সোহেলের চাচা চেয়ারম্যান হওয়ায় ভয়ে বিচার চাইতে পারেননি। শেষে নিজের বোনকে ঘরের মধ্যে শেকল দিয়ে আটকে রাখেন। এই খবর পেয়ে হিজলা থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এছাড়া বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে চাঁদা দেওয়ার ভুয়া কাগজ তৈরি করার অভিযোগে মামলা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া। গ্রেফতারকৃত ঠিকাদারের নাম আকবর উজ্জামান। তিনি নগরীর প্যারারা রোডের বাসিন্দা মৃত মেছার আহম্মেদের ছেলে এবং পলি কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
অন্যদিকে জেলার বাবুগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদদাদুল হক দুলাল।
ঝালকাঠি প্রতিনিধি জানান, এক সপ্তাহের কঠোর লকডাউনে ৩৩৩ নম্বরে কল করলে ঝালকাঠি জেলা প্রশাসন খাদ্যসামগ্রী পৌঁছে দেবে জেলা প্রশাসন বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান। তিনি বলেন, কঠোর লকডাউনে প্রজ্ঞাপন কঠোরভাবেই বাস্তবায়ন করা হবে। অল্প আয়ের মানুষ যারা ঘর থেকে বের হতে পারবেন না, তাদের তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে ৩৩৩ নম্বরে কল করে খাদ্যসামগ্রী পাওয়া যাবে।
এদিকে কঠোর লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু। ঝালকাঠিতে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি বিভাগ।
এছাড়া জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে। দুপুরে বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার ফাউন্ডেশন মিলনায়তনে সুরক্ষাসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন অপু। প্রত্যেককে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবান প্রদান করা হয়।
পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আইসোলশনে) মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তোজাম্বর আলী মোল্লা (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইকড়ি গ্রামের আলকাজ মোল্লার ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, গলাচিপায় সাইক্লোন ইয়াস ইমারজেন্সি রেসপন্স প্রকল্প ২০২১ বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আড়াই মাস মেয়াদি প্রকল্পটি সেভ দা চিলড্রেনের আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা জাগোনারী গলাচিপা উপজেলায় বাস্তবায়ন করবে। বুধবার (৩০ জুন) উপজেলা সম্মেলন কক্ষে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ শাহিন শাহ।
এদিকে পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৯ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) রাত ১১টা ৫৮ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোলা সংবাদদাতা জানান, মাল্টিপারপাসের টাকা আত্মসাৎ মামলায় ইউনাইডেট মাল্টিপারপাস কো. অপরেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি আব্দুল খালেক মিয়া, মনছুর আলম, খায়রুল ইসলাম, ফখরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন নামে ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার। প্রতারণার শিকার ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠান আদালত।
কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী) জানান, ‘উপকূল হবে সবুজ দেয়াল’ স্লোগান ধারণ করে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (বিডিএআইডি) পটুয়াখালীর মহিপুর থানা শাখার সদস্যরা। বুধবার দুপুরে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ মহিপুর থানার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর