দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করা উচিত

দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ নিজ দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মই তার সবচেয়ে বড় পরিচয়। তাই কর্মময় জীবনকে কল্যাণময় করতে হবে। তবেই মানব জীবনের সার্থকতা। একজন পুলিশ সদস্য ও কর্মকর্তার উচিত ন্যায়পরায়ণতা ও দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা।
বুধবার (৩০ জুন) বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) আব্দুস সালামকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশে এসপি বিপ্লব কুমার সরকার এসব কথা বলেন।
বিদায়ী আয়োজনে অভিভূত আব্দুস সালাম বলেন, আমি আবেগে আপ্লুত। এতো ভালোবাসা ও সম্মানে ভূষিত হয়ে গর্ব বোধ করছি। সত্যি কোনো দিনও ভাবিনি এতো সুন্দর আয়োজন করে আমাকে বিদায় জানানো হবে। কর্মস্থল থেকে বাড়ি পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দেওয়াটাও আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অবসর জীবনে পরিবারকে সময় দিতে চাই। সেবামূলক কাজে থেকে সমাজের মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছাতে চাই।
এর আগে আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন এসপি বিপ্লব কুমার সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ।
ফরহাদুজ্জামান ফারুক/এসকেডি