ফরিদপুরে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ১৬১

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে আক্রান্ত হয়ে মারা গেলেন ২২৩ জন। একই সময়ে ৩৭৬ নমুনা পরীক্ষা করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৯৯৫ জন। বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান।
তিনি বলেন, করোনা শনাক্ত হয়ে যে দুইজনের মৃত্যু হয়েছে তারা ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তারা হলেন রাজবাড়ী সদরের সর্দারপাড়া মহল্লার আফসার আলী (৭০) ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার উন্নতি রানী (৪৫)।
ফরিদপুরে নতুন করে যে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ৪, ভাঙ্গায় ৮, বোয়ালমারীতে ৬, নগরকান্দায় ৪, মধুখালীতে ৮, সদরপুরে ৮, চরভদ্রাসনে ২, ফরিদপুর সদরে ১২০ এবং সালথায় ১ জন রয়েছেন।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনায় শনাক্ত রোগী আছেন ৯৩ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।
এমএসআর