নোয়াখালীতে করোনা কেড়ে নিল আরও ২ প্রাণ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৩ জনে। এ সময় নতুন করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৩৬ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন বলেন, নোয়াখালীর ল্যাবে ৪৫৪ নমুনা পরীক্ষায় ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ৪৪ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৩৩ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ৬ জন, সেনবাগে ৪ জন, কোম্পানীগঞ্জে ১৯ জন এবং কবিরহাটে ১১ জন রয়েছেন।
ডা. মাসুম ইফতেখার আরও বলেন, এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৬ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ৩৬৮ জন আর বিভিন্ন উপজেলার ৭ হাজার ৬৮ জন রয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৪৩ জনের। যার মধ্যে সদরের ২৭ জন এবং বিভিন্ন উপজেলার ১১৬ জন।
হাসিব আল আমিন/এমএসআর