চেম্বারে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হোমিও চিকিৎসক

পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য, হোমিও চিকিৎসক অঞ্জন ভট্টাচার্য আর নেই। শুক্রবার (০২ জুলাই) বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি।
অঞ্জন ভট্টাচার্য চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের মৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তিনি বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অঞ্জন ভট্টাচার্য গুনাইগাছা নিজ বাড়ি থেকে অটোভ্যানে করে নতুন বাজারে তার হোমিও চেম্বারের উদ্দেশে যাচ্ছিলেন। জারদিস মোড়ে অটোভ্যান থেকে নেমে হেঁটে তার চেম্বারের দিকে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের সামনে ফারুকের দোকানের সামনে হঠাৎ করে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রাকিব হাসনাত/এসপি