কটিয়াদীতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওই ছাত্রীর বাড়ি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে। সে লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে পাটখেত থেকে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
জানা যায়, সকালে ওই ছাত্রী তার বাবার সঙ্গে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। নদীর কাছে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে সে বাড়িতে ফিরে আসার সময় নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাটখেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সোনাহর আলী বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসকে রাসেল/এমএসআর