রংপুরে লকডাউনের দ্বিতীয় দিনে শতাধিক মামলা

রংপুরে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাপক তৎপরতা চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনে বিধিনিষেধ অমান্য করে অহেতুক ঘোরাঘুরি বন্ধ, হাটে বাজারে জনসমাগম রোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে ছিল ভ্রাম্যমাণ আদালত।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুুুর নগর ও উপজেলা পর্যায়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মামলা ও জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি জেরা করছে ট্রাফিক পুলিশ।
এছাড়াও বৈরি আবহাওয়ার মাঝেও মাঠে তৎপর ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীদের সদস্যদের টহল টিম। বৃহস্পতি ও শুক্রবার এ দুদিনে রংপুুুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
সেই সঙ্গে মামলার বিবাদীদের প্রায় ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) রাতে রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে।
তিনি আরও জানান, দ্বিতীয় দিনে রংপুর মহানগরসহ পুরো জেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
এর মধ্যে সিটি করপোরেশন এলাকাতে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদিনে ৫৮টি মামলায় ১৫ হাজার ৪৫০ টাকা এবং আট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা আরও ৫৮টি মামলায় ২৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।
দ্বিতীয় দিনে মোট ১১৬টি মামলায় ৪৩ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে ও সচেতনতা সৃষ্টিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন এলাকায় লকডাউন অমান্য করায় ৩৮টি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত।
এসব মামলার বিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ হাজার ৬৪৫ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে দুদিনে ১৫৪টি মামলায় ৬৫ হাজার ৯৯৫ জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে শুক্রবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্বে থাকা রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম বলেন, অহেতুক ঘোরাঘুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর