গাজীপুরে গরুর হাটের ইজারাদারসহ ১৭ জনকে জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় গরুর হাটের ইজারাদারসহ ১৭ জন জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৩ জুলাই) দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, স্বাস্থ্যবিধি তথা সরকারি নির্দেশ না মেনে উপজেলার বারিষাব ইউনিয়নে গিয়াসপুর বাজারে গরুর হাট পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে গরুর হাটের ইজারাদার মোহাম্মদ সেলিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিন কাপাসিয়া বাজারে মাস্ক পরিধান না করায় ১৬ জন ক্রেতা-বিক্রেতার কাছ থেকে ১৩ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
শিহাব খান/আরএআর